করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মহামারি করোনা সংক্রমণ সাময়িকভাবে কমলেও এর বিদায় এখনো বেশ দূরে। বরং মহামারি ক্রমেই নতুন করে বাড়ছে বিশ্বের শতাধিক দেশে।
এই পরিস্থিতির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, করোনা মহামারি (কোভিড-১৯) ক্রমাগত নিজেকে বদলে ফেলছে এবং তা মোটেও শেষ হয়ে যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বাড়ছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস বলছেন, ‘মহামারি প্রতিনিয়ত নিজের চরিত্র বদলে ফেলছে এবং তা মোটেও শেষ হওয়ার লক্ষণ নয়। করোনা ভাইরাস সনাক্ত করতে আমাদের প্রযুক্তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর অর্থ হলো, ওমিক্রনকে সনাক্ত করা আরো কঠিন হয়ে পড়ছে। ফলে, ভবিষ্যত রূপের পূর্বাভাস দেওয়া কঠিনতর হয়ে পড়ছে।’
গেব্রেয়েসুস জানান, বিএ৪ ও বিএ৫ রূপের করোনা সংক্রমণ বেড়েছে বিশ্বের ১১০টি দেশে। ফলে, পুরো বিশ্বে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। হু-এর ৬টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
বিশ্বের সমস্ত দেশের উদ্দেশ্যে হু ডিরেক্টরের বার্তা, প্রতিটি দেশে ৭০ শতাংশ জনসংখ্যার টিকাকরণ শেষ করেতে হবে। একমাত্র তাহলেই মহামারির থাবা এড়ানো সম্ভব হবে।
সূত্র : আনন্দবাজার
দিনবদলবিডি/আরএজে