ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র (বংবং)।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানী ম্যানিলায় শপথের মধ্যে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের জায়গা নিলেন তিনি। -খবর বিবিসির।

ন্যাশনাল মিউজিয়ামে বর্ণিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ সময় তার স্ত্রীসহ তিন সন্তানকে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। ফাইটার জেট প্রদর্শনীও ছিল এই আয়োজনে।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি লেনি রবরেদোকে হারিয়ে বিজয়ী হন বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়র।

বংবংয়ের বিজয়ে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে। ১৯৮৬ সালে এক জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় মার্কোস পরিবার। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সারা সম্প্রতি শপথও নিয়েছেন। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের অধ্যায়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়