আরো ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত, সবাই ঢাকার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৫৬, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, বর্তমানে দেশে ১২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বাইরে রয়েছেন ৬ জন রোগী।

চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৬০ জন। মৃত্যু একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়