পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১৭ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের মোস্তফা আলীর ছেলে তানভীর (১০) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২)।

তারা লাউফুলা এলাকায় আনোয়ারা মেমোরিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মধুপুর থানার এসআই আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এ সময় অপর শিশু লিমন বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ অভিভাবকদের জিম্বায় পরিবারের কাছে দেওয়া হয়েছে।

এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার এবং আত্মীয় স্বজনদের কান্নায় পুরো পরিবেশ ভারি উঠেছে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়