হবিগঞ্জে বেড়িবাঁধে মিলল নিখোঁজ যুবকের মাথাবিহীন লাশ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
হবিগঞ্জের খোয়াই নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান।
মৃত কদর আলী (৪৫) হবিগঞ্জ পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে এলাকাবাসী একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাথাবিহীন লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে শুক্রবার থেকে নিখোঁজ কদরের স্বজনরা গিয়ে তার লাশ চিহ্নিত করে।
এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তদের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।
দিনবদলবিডি/এইচএআর