ডায়াবেটিস রোগীর কমলা খাওয়া ঠিক কি না

লাইফস্টাইল ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪১, রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ২৮ কার্তিক ১৪২৯
এই ফল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগের সঙ্গে লড়াই করতেও ভূমিকা রাখে

এই ফল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগের সঙ্গে লড়াই করতেও ভূমিকা রাখে

কমলায় রয়েছে ফাইবার, ভিটামিন ‘সি’ এবং পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান। রক্তে…

প্রকৃতিতে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। ঋতু বদলের এই সময় শাকসবজি ছাড়াও বাজারে মেলে নানান মৌসুমি ফলমূল।

শীতকালের ফলের মধ্যে অন্যতম হলো কমলা। স্বাদের পাশাপাশি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কমলা শরীরের জন্যও উপকারী। এই ফল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগের সঙ্গে লড়াই করতেও ভূমিকা রাখে।

তবে কমলার স্বাদ মিষ্টি। সেই কারণে ডায়াবেটিস রোগীদের এই ফল খাওয়া ঠিক কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, কমলা সাইট্রাস জাতীয় ফল। স্বাদে মিষ্টি হলেও চিনির পরিমাণ এতে বেশি থাকে না। মোসাম্বি বা কমলার মতো ফল ডায়াবেটিক রোগীর জন্য অত্যন্ত উপকারী।

কমলায় রয়েছে ফাইবার, ভিটামিন ‘সি’ এবং পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কমলার জুড়ি নেই। তা ছাড়া কমলার গ্লাইসেমিক সূচক ৪০-এর একটু বেশি।

চিকিৎসকদের মতে, গ্লাইসেমিক সূচক ৫৫’র কম হলে সব খাবারই মোটামুটি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা। কমলা খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো, কোনো রকম বাড়তি চিনি যোগ না করে খাওয়া। কমলা এমনিতে ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর নয়। তবে সকলের শারীরিক পরিস্থিতি এক রকম হয় না। রক্তে শর্করারা মাত্রাও সবার এক থাকে না। তাই যেকোনো সমস্যা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়