রাশিয়ার সীমান্তবর্তী শহরে বিস্ফোরণে নিহত ৩
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগোরোডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন আবাসিক ভবন।
এদিকে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন আংশিকভাবে ধসে গেছে। এছাড়া কমপক্ষে ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বিস্ফোরণের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সিস্টেম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রাণ হারিয়েছেন কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ। এ সময় কমপক্ষে ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: রয়টার্স
দিনবদলবিডি/Rony