রাজধানীতে নারী আইনজীবীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৫৯, শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৪ অগ্রহায়ণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ঢাকা জজ আদালতের এক নারী আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মিতু ফকির (২৫)।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে আজ শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. হাসান।

মিতুর পরিবার জানিয়েছে, ৩ মাস আগে আইনজীবী মো. মিরাজের সঙ্গে মিতুর বিয়ে হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক হাসান জানান, গতকাল রাত ৮টার দিকে করিমুল্লাবাগ এলাকার একটি ভবনের চতুর্থ তলায় স্কার্ফসহ সিলিং ফ্যানের সঙ্গে পেঁচানো অবস্থায় মিতুর মরদেহটি উদ্ধার করে পুলিশের একটি দল। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ‘মিতুর বাবা মোশাররফ ফকির বাদী হয়ে তার স্বামী মিরাজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন। সেই মামলায় মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।’

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়