তুরস্ক-গ্রীক সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৭, শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৪ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জুনেদ মিয়া। গ্রীসে যাওয়ার জন্য তুর্কী থেকে দালালের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে পারি জমান সিলেট থেকে। কিন্তু…

জুনেদ মিয়া। গ্রীসে যাওয়ার জন্য তুর্কী থেকে দালালের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে পারি জমান সিলেট থেকে। কিন্তু সাদা খাল ও পচা খাল পারি দিয়ে গ্রীস সীমান্তের প্রায় কাছাকাছি পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আগের মতো হাঁটতে না পারায়, তাকে ফেলেই চলে যায় দালালরা। সেদিন থেকে জুনেদ মিয়ার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

গত ১৬ অক্টোবর এ ঘটনা ঘটে গ্রীস সীমান্তের কাছে।

অন্যদিকে, জুনেদ মিয়া নিখোঁজের খবর শুনে গ্রামের বাড়িতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তার স্বজনরা। এছাড়া, সংশ্লিষ্ট দালালদের থেকে কোনো প্রকার তথ্য না পেয়ে নিরুপায় এখন জুনেদের পরিবার। আদৌও কি জীবিত আছেন, জেলে আছেন, নাকি কোনো হাসপাতালে আছেন, এই ব্যথায় ব্যথিত তারা।

নিখোঁজ জুনেদ মিয়ার খোঁজ পেলে অথবা তার সফরসঙ্গীরা যদি তার খোঁজ পান, তাহলে 6942492629, 6980525149 নম্বরে যোগাযোগ করার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন তার পরিবার।

জুনেদ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইসহাকপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়