৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৫২, বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি…

যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি।

বিআরটির প্রকল্প পরিচালক এ, এস, এম, ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রবিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এজন্য বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত উক্ত করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়