জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না বিএনপি : তথ্যমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, রবিবার, ৩ জুলাই, ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আজ রবিবার (৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা ঈদের পরে বিএনপি চরমভাবে আন্দোলনে নামবে, এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলন—এটি আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি। এখন এটা কী এই ঈদের পরে, না কোন ঈদের পরে, সেটা আগে পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। আসলে এসব কথা বলে তারা নিজেদের ক্রমাগত হাস্যস্পদ করছে এবং সে কারণেই জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি।’

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়