চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪০, শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০ অগ্রহায়ণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী শহর উরুমকিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন…

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী শহর উরুমকিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

সিনহুয়ার সংবাদে বলা হয় জানায়, দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয় জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।

জানা গেছে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং যথাযথ আইন না মেনে চলায় চীনে প্রায়েই অগ্নিকাণ্ড ঘটে থাকে। এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুজন আহত হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়