শিশুকে টেনে নিয়ে যাচ্ছিল অজগর, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

৫ বছরের একটি ছেলেশিশুকে টেনে নিয়ে যাচ্ছিল ১০ ফুট লম্বা একটি অজগর সাপ…

৫ বছরের একটি ছেলেশিশুকে টেনে নিয়ে যাচ্ছিল ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। কিন্তু বাবা ও দাদার  তাৎক্ষণিক তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে তাকে। ছেলেকে বাঁচানোর পর সেই অজগরটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তার বাবা বেন ব্ল্যাক।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ঘটেছে এই ঘটনা।

মেলবোর্নের স্থানীয় বেতার সংবাদমাধ্যম থ্রিএডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ব্ল্যাক বলেন, বৃহস্পতিবার সকালে তার পাঁচ বছরের ছেলে বিউ ব্ল্যাক তাদের বাড়ির সুইমিংপুলের কাছে দাঁড়িয়েছিল, সে সময় হঠাৎ কাছের একটি ঝোপ থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে অজগরটি।

‘আমি বাড়ির ভেতর জানালা থেকে দেখলাম, একটি বড় কালো ছায়া ঝোপ থেকে বেরিয়ে এসে বিউ’র কোমরে কামড় দিয়ে তার পা পেঁচিয়ে ধরল, আর বিউ তাল সামলাতে না পেরে পুলের পানিতে পড়ে গেল,’ থ্রিএডব্লিউকে বলেন বেন।

সৌভাগ্যবশত বেনের বাবা অ্যালান ব্ল্যাক সে সময় পুলের কাছে ছিলেন। বিউ পানিতে পড়ে যাওয়ার পরপরই তিনি তৎপর হন এবং সাপে পেঁচানো অবস্থাতেই তাকে পুল থেকে তুলে আনেন। অজগরটি তখন বিউকে বেশ ভালভাবেই পেঁচিয়ে ধরেছে।

এরই মধ্যে বেনও ঘটনাস্থলে উপস্থিত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই ছেলেকে সাপের কবল থেকে মুক্ত করেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়