১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

রাজশাহী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০৪, শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ…

আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।  

শনিবার নাটোরে রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথসভা থেকে পরিবহন ধর্মঘটের এই ঘোষণা দেওয়া হয়েছে।

শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায় ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কুমিল্লায় পরিবহন ধর্মঘট দেয়নি। এ থেকে ধারণা করেছিলাম পরিবহন মালিক-শ্রমিকদের সুবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু এখন দেখছি তা হয়নি। তারা রাজশাহীতে ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশ ঠেকাতে চাচ্ছে। কিন্তু রাজশাহী বিএনপির ঘাঁটি। এখানে যতই হরতাল-ধর্মঘট দিক না কেন, শত প্রতিকূলতার মাঝেও গণসমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হবে।

তবে পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়