গুজরাটে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ সহকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৫, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের গুজরাটে সহকর্মীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন…

ভারতের গুজরাটে সহকর্মীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (২৬ নভেম্বর) পরবান্দারের কাছে এই গুলির ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, আগামী মাসে হতে যাওয়া বিধানসভা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মণিপুরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি) থেকে কিছু সদস্যকে গুজরাটে মোতায়েন করা হয়েছে। হতাহত চারজন এবং তাদের উপর গুলি চালানো সহকর্মী এই প্যারামিলিটারি বাহিনী আইআরবির-ই সদস্য।

হামলাকারী একে-৪৭ বন্দুক দিয়েই সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন বলে জানা গেছে।

বিধানসভা নির্বাচনের নিরাপত্তায় আইআরবি-র পাশাপাশি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সও (সিপিআরএফ) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পরবান্দারের কালেক্টর ও জেলা নির্বাচনী কর্মকর্তা এএম শর্মা।

তিনি বলেন, পাঁচ সহকর্মীর মধ্যে কী নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রতিবেদনে কনস্টেবল এস ইনাউচাসিংকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তার গুলিতে নিহত দুই জওয়ানের নাম- থোইবা সিং ও জিতেন্দ্র সিং। আহত হয়েছেন চোরাজিৎ আর রোহিকানা, তারা দুইজনই কনস্টেবল।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়