নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ ব্যাংকের আগুন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ফায়রা সর্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
চতুর্থ তলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তর রয়েছে।
দিনবদলবিডি/এইচএআর