ফুটপাতে বসে ‘কালাই রুটি’ খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৪, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। মরিচ বাটা, পেঁয়াজ কুচির সঙ্গে…

রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এমন কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে ফুটপাতে বসে তিনি রুটি খান।

শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, দিঘা বাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। শাহরিয়ার আলম একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পান। পরে গাড়ি থেকে নেমে সেখানে বসেই রুটি খান তিনি। একইসঙ্গে দোকানির পরিবারের খোঁজখবর নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রুটি বিক্রেতা মান্নান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার দোকানে এসে রুটি খাবেন, সেটা তিনি স্বপ্নেও কল্পনা করেনরি।

উল্লেখ্য, কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। মরিচ বাটা, পেঁয়াজ কুচির সঙ্গে সরিষার তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম কালাই রুটি ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমানে রাজশাহীসহ অনেক জেলায় এই খাবার জনপ্রিয় হয়ে উঠেছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়