এক ফ্রেমে বিশ্বজয়ী চার কিংবদন্তি ফুটবলার
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দ্য ফেনোমেনন খ্যাত রোনাদো, রবার্তো কার্লোস, কাফু ও কাকা; বিশ্বকাপ উপভোগ করতে এসেছেন কাতারে। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ক্যামেরার ফ্রেমে আটকা পড়ছিলেন চার কিংবদন্তি ব্রাজিলিয়ান।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিআইপি বক্সে বসেছিলেন তারা। উপভোগ করেছেন ম্যাচ। বিশ্বকাপে ইউরোপীয় দেশটির বিপক্ষে জয়ের ম্যাচের স্বাক্ষী হয়েছেন তারাও।
২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চারজনই। রোনাদো-কাফু-কার্লোস খেলেছেন ১৯৯৮ সালের বিশ্বকাপেও। সেবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরেছিল ব্রাজিল। ফাইনালের আগের দিন হঠাৎ অসুস্থতায় পড়া রোনাদোর দল ফ্রান্সের জিনদিনে জিদানের অতিমানবীয় পারফরম্যান্সে জিততে না পারলেও, পরের বিশ্বকাপে রোনালদো জিতিয়েছেন দলকে। ব্রাজিলকে দিয়েছিলেন পঞ্চমবারের মত শিরোপার স্বাদ।
২০০২ সালে এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেছিলেন রোনালদো। এটাই এখন পর্যন্ত ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়।
গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের মধ্য দিয়ে ব্রাজিল কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচে জমাট রক্ষণের দেখা মিলেছে ব্রাজিলের। ব্রাজিলের ডিফেন্ডাররা প্রতিপক্ষকে একবার গোলমুখে শট নিতে দেননি।
দিনবদলবিডি/এমআর