রূপগঞ্জে ২ ছাত্রীকে পেটানোর অভিযোগে শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৫৬, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষকের মারধরে সপ্তম শ্রেণির ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবতে বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করার একপর্যায়ে শিক্ষক জসিম উদ্দিন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ও সামিয়াকে বেধড়ক পেটান। পরে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আবারও তাদের মারধর করেন। জ্ঞান হারিয়ে ফেললে স্কুলের অন্য শিক্ষকরা তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এ ঘটনায় দুই ছাত্রীর মা শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আলাদা অভিযোগ করেছেন।

ঘটনা তদন্তে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়