ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন শুরু
ময়মনসিংহ সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগের দসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বেলা দুপুর ১২টার দিকে ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজকের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করবেন বলে জানা গেছে। নতুন নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, এ নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। পুরো নগরী নেতাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
সবশেষ ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তর নাম ঘোষণা করা হয়।
দিনবদলবিডি/এমআর