বিশ্বের সবচেয়ে দামি আম বাগান
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতির মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি। সেই আমই ভারতের মাটিতে ফলিয়েছেন মধ্যপ্রদেশের এক দম্পতি। সেই আম যাতে চুরি না যায় তাই পাহারায় থাকে ৩ জন নিরাপত্তারক্ষী ও ৬টি কুকুর।
দুইবছর আগে সংকল্প পরিহার ও রানি পরিহার এই আম গাছ লাগান। তবে গাছ লাগানোর সময় তারা জানতেন না এই আম এতটা দামি। আন্তর্জাতিক বাজারে এ আমের মূল্য প্রতি কেজিতে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এজন্য সোনার মতো দামি এ আমের নিরাপত্তায় রক্ষী রাখতে হয়েছে পরিহার দম্পতিকে।
জাপানের মিয়াজাকি শহরে জন্ম এ আমের। এ আমকে সূর্যের ডিম বলেও ডাকা হয়। জাপানি ভাষায় একে তাইয়ো-নো-টোমাগো বলা হয়। এই লাল এবং বেগুনি রঙের আম পাকলে ঠিক ডাইনোসরের ডিমের মতো দেখায়, যেমনটি জুরাসিক পার্কে দেখা গিয়েছে। গ্রীষ্মপ্রধান এলাকায় বাড়ে এ আমগাছ। দিনে কয়েক ঘণ্টা উজ্জ্বল সূর্যালোকের দরকার এ আম গাছের জন্য।
এ জাতের আমের এক একটির ওজন ৩৫০ গ্রাম পর্যন্ত হয়। অর্থাৎ এক কেজি আম কিনতে গেলে মাত্র তিন বা চারটি আম পাওয়া যাবে। আর সেজন্য প্রয়োজন হবে ২ লাখ ৭০ হাজার টাকার।
অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড রয়েছে এই আমগুলোতে।
সেই আম বাগানের ছবি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করেছেন। তিনি লিখেছেন, মধ্যপ্রদেশের জবলপুরে ফলানো হচ্ছে এ আম।
দিনবদলবিডি/Rony