খুলে দেওয়া হলো নলকা সেতুর ঢাকামুখী লেন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ঈদে উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের নবনির্মিত নলকা সেতুর ঢাকামুখী লেনটি খুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় লেনটি। এ সময় সাসেক-২ এর প্রজেক্ট ম্যানেজার এখলাস উদ্দিন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই লেন উন্মুক্ত করে দেওয়ার ফলে উত্তরের ২২ জেলার পুরোনো নলকা সেতুর ঢাকাগামী যাত্রায় যে ভোগান্তি হতো তা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় ঈদুল আজহার আগেই নলকা সেতুর সব লেন খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
দিনবদলবিডি/এমআর