১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের দিকে তাকিয়ে আছে বিশ্ব : ফখরুল

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০১, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২১ অগ্রহায়ণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সঙ্গে…

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের দিকে শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষ তাকিয়ে আছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, যেকোনো মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে হবে। মামলা-হামলা-গ্রেপ্তার উপেক্ষা করে আমাদের প্রস্তুতি নিতে হবে। অতীতে পেশাজীবী ও বুদ্ধিজীবীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সামনেও সেভাবে এগিয়ে আসবেন।

বিএনপি মহাসচিব বলেন, সারাদেশের মানুষ জেগে উঠেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে বিগত ৯টি বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। তারা নদী সাঁতরিয়ে, পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, চিড়া-মুড়ি-গুড় নিয়ে সমাবেশে অংশ নিয়েছে।

তিনি বলেন, শুধু তারেক রহমান কিংবা বিএনপির অস্তিত্বের প্রশ্ন নয়, এটা গোটা জাতির অস্তিত্বের লড়াই। যদি গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরে পেতে চাই, তাহলে যেকোনো মূল্যে ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পেশাজীবী নেতা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রকৌশলী আখতার হোসেন, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ড. মামুন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ডা. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়