মহাকাশ স্টেশন থেকে ফিরলেন ৩ চীনা নভোচারী
দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গত বছর এপ্রিলে মহাকাশে নিজস্ব স্টেশন বানানোর কাজ শুরু করে চীন। সেটির শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করে রবিবার চীনের ৩ নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন।
তাদের স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
২০১১ সালে যুক্তরাষ্ট্র নাসাকে চীনের সঙ্গে কাজ করতে নিষেধ করেছিল। সে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ যেতে পারছিল না চীন। তাই দেশটি নিজেদের স্টেশন বানানোর কাজ শুরু করে।
এ বছরের মধ্যে তিয়ানগং স্টেশনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
রবিবার ফিরে আসা ৩ নভোচারী হলেন মিশন কমান্ডার চেন ডং, চীনের প্রথম নারী নভোচারী লিউ ইয়াং ও চাই শুঝে। তারা শেনজৌ-১৪ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফেরেন৷ ৫ জুন তাদের মিশন শুরু হয়েছিল।
এর আগে বুধবার শেনজৌ-১৫ যানে করে আরো ৩ নভোচারী তিয়ানগংয়ে পৌঁছেন।
তিয়ানগংয়ের ওজন আইএসএস-এর এক-চতুর্থাংশ হবে। তবে রাশিয়ার মির স্টেশনের সমান এটি। ১৯৮০-এর দশক থেকে ২০০১ সাল পর্যন্ত চালু ছিল মির স্টেশন।
তিয়ানগং স্টেশন প্রায় এক দশক সক্রিয় থাকার কথা।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে অরবিটে মানুষ পাঠিয়েছিল চীন। এ ছাড়া মঙ্গল গ্রহ ও চাঁদেও রোবটিক রোভার নামাতে সক্ষম হয়েছে চীন।
দিনবদলবিডি/আরএজে