দক্ষিণের সিনেমা দেখায় ২ কিশোরকে গুলি করে হত্যা উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৫, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২১ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে…

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

১৬ ও ১৭ বছর বয়সী ওই দুই কিশোরকে উত্তর কোরিয়ার হাইসানের একটি বিমানঘাঁটিতে নিয়ে স্থানীয়দের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডেইলি মিরর বলছে, চাঞ্চল্যকর এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গত অক্টোবরে ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে গত সপ্তাহে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকরের এই তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ ওই দুই কিশোরকে জনসাধারণের সামনে হাজিরের পর তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর পরপরই তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়।

ডেইলি মিরর বলেছে, ওই সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, যারা দক্ষিণ কোরিয়ার সিনেমা ও নাটক দেখেন বা অন্যদের কাছে বিতরণ করেন এবং যারা অন্য মানুষকে হত্যা করে সামাজিক শৃঙ্খলা নষ্ট করেন তাদের ক্ষমা করা হবে না। শুধু তাই নয়, তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়