বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইনি ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:১৩, বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিনি বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে…

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে সমাবেশ করতে চায়। সেটা আমাদের দেখার বিষয়।

তিনি বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে স্থান নিয়ে বিকল্প প্রস্তাবে সরকার সাড়া না দিলে নয়াপল্টনেই সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকার কেমন জানি আতংকিত অবস্থায় আছে। বিএনপি নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারছে না পুলিশের কারণে আর আওয়ামী লীগ ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে। এটাই বিএনপির স্বার্থকতা।

শত বাধা পেরিয়ে নেতা-কর্মীরা সমাবেশ সফল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়