ডেঙ্গুতে আরো দুই মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৩

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৯, বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে…

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিবৃতিতে বুধবার বিকেলে গত ২৪ ঘণ্টার হিসাবের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৩০ ও ঢাকার বাইরে ১২৩ জন রোগী আছেন। এ নিয়ে সারা দেশে ১ হাজার ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ৬৮৩ জন ও ঢাকার বাইরে ৪৮৮ জন।

বছরের শুরু থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৯ হাজার ৪৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৫৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ৭৯৫ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৮১১ ও ঢাকার বাইরে ২১ হাজার ২০৭ জন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়