সিটির জেসুস এখন আর্সেনালে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:১৩, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

এমনটা যেন ট্রান্সফার মার্কেটে প্রত্যাশিতই ছিল। আর্লিং হালান্ডকে ম্যানচেস্টার সিটি কিনতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় গাব্রিয়েল জেসুসের ভাগ্য।

শেষ অব্দি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছাড়লেন সিটি। নাম লেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক জায়ান্ট  আর্সেনালে।

সোমবার খবরটি নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে অবশ্য ট্রান্সফার ফি আর চুক্তির মেয়াদ কোনটি নিয়েই তথ্য দেওয়া হয়নি। অবশ্য নিশ্চিত করা হয়েছে ‘দীর্ঘমেয়াদি চুক্তি’ হয়েছে জেসুসের সঙ্গে। একইসঙ্গে ট্রান্সফারের অঙ্কটাও গোপন থাকেনি। ব্রিটেনের গণমাধ্যমের খবর সাড়ে চার কোটি পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছেন জেসুস।

২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ম্যানসিটিতে খেলেছেন একটানা পাঁচ মৌসুম। যেখানে তার সাফল্যটাও মন্দ নয়। সিটির হয়ে জিতেছেন চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে ২৩৬ ম্যাচে গোল করেছেন ৯৫টি।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়