প্রেস ক্লাব চত্ত্বরে গায়ে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৬, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় প্রেস ক্লাবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আনিস নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তাকে উদ্ধারকারী একজন গণমাধ্যমকর্মী জানান, বিকেল ৫টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

কাজী আনিসের ঘনিষ্ঠজন মোহাম্মদ আলী জানান, কাজী আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় সহায়তার জন্য গেলেও সহায়তা না পেয়ে আজ দুপুরের দিকে তিনি এ ঘটনা ঘটান।

তিনি জানান, কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন।

মোহাম্মদ আলী আরো জানান, আনিস জানিয়েছে- সে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবে। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগেও মানববন্ধন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ গায়ে আগুন দিয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তার মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়