পোশাক খাতের উন্নয়নে ১৫৩ কোটি টাকা দেবে এডিবি

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৫৮, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ২৮ অগ্রহায়ণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী…

এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের পোশাক খাতকে ঢেলে সাজাতে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা) এর পরিমাণ ১৫৩ কোটি টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। কারণ, সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ যোগানদাতা তৈরি পোশাকশিল্প।

এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা বলেন, পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পর বাংলাদেশে অর্থায়ন করছে এডিবি। তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম ব্যবহারে সুতা উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে আমদানিকৃত সুতার ওপর নির্ভরতা কমাবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়