‘বাংলাদেশ উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করছে’
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ সবদিক থেকে উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করে চলেছে। তিনি বলেন, আমার গর্ব হয় যে, আমরা বাঙালি। গোটা পৃথিবী, জাতিসংঘে বাংলা একটি স্বীকৃত ভাষা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অন্তরের। আমার সৌভাগ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের সঙ্গে ১৯৭৩ সালে বিশ্ব যুব দিবসে আমার আলাপ হয়। আমরা দুজনই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আজ তিনি নেই, কিন্তু বাংলাদেশ আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নতির শিখরে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা জাতি-ধর্ম-নির্বিশেষে যে মানসিকতায় দেশকে গড়ে তুলেছেন, সব মানুষের অংশগ্রহণের ফলেই দেশটিতে উন্নয়নের অগ্রগতি।
দিনবদলবিডি/এমআর