সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৩, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০ মাঘ ১৪২৯
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্ন করেন সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
লিখিত জবাবে মন্ত্রী দেশের মোট ঋণ খেলাপির সংখ্যা ও শীর্ষ ২০ জনের তালিকা তুলে ধরেছেন। ওই ২০ জনের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা।
দিনবদলবিডি/Rakib