ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
টেস্টে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বেন স্টোকসরা।
এর আগে ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৮ তাড়া করে ৯ উইকেটে ৩৬২ তুলে জিতেছিল ইংল্যান্ড। সেটিই ছিল এতদিন তাদের ইতিহাসসেরা।
৭৪ বছরের মধ্যে ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও হলো আজ। ১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এটি এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
সব মিলিয়ে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
সে সঙ্গে ভারতের সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলো ২-২ এ। গত বছর অনুষ্ঠিত হয়েছিল আগের চারটি ম্যাচ।
দিনবদলবিডি/এমআর