পুলিশের চাকরিতে কোনো টাকা লাগে না

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪১, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২ মাঘ ১৪২৯

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসপি মাছুম আহাম্মদ ভূঞা বলেন, পুলিশের চাকরিতে কোনো টাকা লাগে না। ১০৩ টাকায় পুলিশে চাকরি মিলবে ময়মনসিংহে। এবার ১৭৫ জন কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। মেধা যোগ্যতায় যারা ভালো করবেন, তারাই চাকরি পাবেন। কেউ চাকরির জন্য টাকা-পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

‘জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক’ আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম হবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমুখ। পরে অতিথিরা গ্রামপুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

দিনবদলবিডি/Robiul

সর্বশেষ

পাঠকপ্রিয়