কোনো প্রত্যাশা নেই, রাগ-ক্ষোভ কিছুই নেই: মাশরাফি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:০৯, শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ১৩ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

টি ২০ ফরম্যাটের জন্ম আমুদে ক্রিকেটের জন্য। চার-ছক্কার ফোয়ারা ছুটবে। রানের ফল্গুধারা বইবে। সে এক মনোরঞ্জন বটে। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্য যাদের মস্তিষ্কপ্রসূত, তাদের অন্যতম এউইন মরগান ক্রিকইনফোকে বলেছেন, ‘টি ২০ স্টাইলে যে টেস্ট ক্রিকেটও খেলা যায়, তা প্রমাণ করেছে ইংল্যান্ড।’

 

মাশরাফি মুর্তজাকে মরগানের সঙ্গে তুলনা করাটা বোকামি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি যে একটি বর্ণিল চরিত্র, একথা স্বীকার করবেন তার শত্রুও।

সিলেটে আজ শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ পর্ব। রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আঙিনায় শুরু করবে সিলেট। আদর্শ সূচনা বৈকি। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিলেটেরই তো খেলা উচিত নিজেদের মাঠে শুরুতে।

বৃহস্পতিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সিলেট অধিনায়ক মাশরাফি জানান, ক্রিকেট শুরু করেছিলেন কোনো প্রত্যাশা ছাড়াই। ‘আমি মনে করি, প্রত্যেক খেলোয়াড়, বিশেষ করে সাকিব ... যারা আছে। আমি নিজেরটা বলতে পারব না কারণ অনেক আগেই খেলা ছেড়েছি (জাতীয় দলে)। আমার কোনো প্রত্যাশা নেই। যখন ক্রিকেট খেলতে শুরু করি, তখন জাতীয় দলে খেলব আশা করিনি। বাসা থেকে বলা হয়েছিল, পড়ালেখা করো, আমি ক্রিকেট বেছে নিই।

তখন এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কিছুই ছিল না। ক্রিকেট দিয়েই আমার সব কিছু হয়েছে। একপর্যায়ে প্যাশন থেকে পেশা হয়েছে ক্রিকেট। প্যাশনটা এমনই যে, একপর্যায়ে হয়তো টাকা না দিলেও ক্রিকেট খেলতাম,’ বলেছেন মাশরাফি। তার সংযোজন, ‘আমার কোনো প্রত্যাশা তো নেই-ই। কোনো রাগ, ক্ষোভ, কিছুই নেই। আছে শুধু বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা।’

বিসিবির কাছেও তার কোনো প্রত্যাশা নেই। নিজে মাঠ থেকে বিদায় নিতে পারেননি। তার চাওয়া, সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো ক্রিকেটাররা যেন মাঠ থেকে বিদায় নেন। ‘সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তারা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন তারা শ্রম দিয়েছে,’ বলেছেন তিনি।

মাশরাফি যোগ করেন, ‘অনেক কিছু ত্যাগ করেছে তারা। মানুষ শুধু হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ স্বীকার করেছে, এটা কেউ জানে না। সম্মানটা যেন তারা পায়।’

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়