পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মৃত লামিয়ার ভাই রাসেল জানিয়েছেন, সন্ধ্যা ছয় টার দিকে ঐ ভবনের ছাদে তারা খেলা করছিল। খেলার সময়ে দুই শিশু ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করতে সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জন কেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন ঐ ভবনে বাউন্ডারি দেয়াল ছিল না। তাদের মা-বাবা অন্যের বাসা বাড়িতে কাজ করেন। এবং তারা ঐ বাসার ভাড়াটিয়া।
মৃত লামিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর তাদের গ্রামের কৃষক রাশেদ মিয়ার মেয়ে। স্বপ্না বেগম ওয়ান টাইম কারখানায় কাজ করেন ৭ হাজার টাকা বেতনে চাকরি করেন। দুই ভাই তিন বোনের মধ্যে লামিয়া ছোট।
মৃত আব্দুর রহিম কিশোরগঞ্জ ভৈরব উপজেলার তুলাকান্দি গ্রামের রিকশাচালক মো. রোমান মিয়ার ছেলে রহিম। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সে চতুর্থ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
দিনবদলবিডি/Jannat