ছাত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৯, রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১৫ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান মসজিদের ইমাম শাইখ মুহাম্মাদ হাবিবুল্লাহ। শনিবার (২৮ জানুয়ারি) রাতে মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু এ তথ্য জানান। 

এর আগে একই দিন সকালে অপহৃত ছাত্রীর স্বজনরা তাকে রংপুর থেকে আটক করেন।

অভিযুক্ত ব্যক্তি জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে শাইখ মুহাম্মাদ হাবিবুল্লাহ (৩৫)।

স্থানীয়রা জানান, মাগুড়া মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ সকালে মসজিদের বারান্দায় মক্তবে পড়ান। এম আলী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী সেখানে মক্তব শাখায় পড়ে। বৃহস্পতিবার মাদরাসা থেকে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেন। পরে জানতে পারেন মসজিদের ইমাম হাবিবুল্লাহ তার মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে গেছেন। পরে সেখান থেকে রংপুরে আসলে কৌশলে অপহৃত ছাত্রীসহ তাকে আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে উত্তম-মাধ্যম দিয়ে সাবেক চেয়ারম্যানের গোডাউনে আটকে রাখেন।

মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব জানান, এ বিষয়ে তার (শৌলমারী) ইউনিয়নের চেয়ারম্যান আসছেন। মেয়েপক্ষ কোনো অভিযোগ না করায় শৌলমারী ইউপি চেয়ারম্যানের জিম্মায় তার লিখিত মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, মেয়েপক্ষ অভিযোগ না করায় থানা পুলিশ বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দিয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, শনিবার সকালে মেয়েকে পাওয়ায় তার বাবা জিডি প্রত্যাহার করে নিয়েছেন।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়