‍‍‍বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ১ হাজার টন চাল বরাদ্দ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১৫, মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরনের লক্ষ্যে আরো এক হাজার টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

একইসঙ্গে নগদ ২ কোটি টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বরাদ্দ প্রদান করা হয়।

এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ করে এক হাজার মেট্রিক টন চাল, এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও প্রত্যেক বান্ডিল ঢেউটিনের সঙ্গে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষে ৩০০ টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়