অপেক্ষা সহজ ছিল না, কান্নায় ভেঙে পড়তাম বাথরুমে : শাহরুখ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৫, মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১৭ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর রুপালি পর্দায় ফিরেছেন বলিউড কিংখ্যাত শাহরুখ খান। আর পর্দায় ফিরেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তার সিনেমা ‘পাঠান’। তবে এই চার বছরের অপেক্ষা তার কাছে সহজ ছিল না বলে জানিয়েছেন কিং খান। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানান তিনি।

এ সময় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মান্নাতের একটি বাথরুম আছে, যেখানে নিজের একাকিত্বের সময় কাটিয়েছি। সেখানে ঢুকলে সবাই বুঝত যে আমি কান্না করছি। আমার ঘণ্টার পর ঘণ্টা সেখানে কেটেছে।’

কোথা থেকে অনুপ্রেরণা পেলেন ফের উঠে দাঁড়ানোর? এমন প্রশ্নের জবাবে বলিউড বাদশাহ বলেন, ‘আমাদের বাড়িতে বড়রা বলেন, যখন তুমি ব্যর্থ হবে, তখন যারা তোমাকে নিঃশর্তে ভালোবাসে, তাদের কাছে যাবে। আমি বড়দের সে কথাই মেনে চলি। এ খারাপ লাগার সময়ে আমি বারবার আমার দর্শকের কাছে ফিরে আসি।’

শাহরুখ বলেন, ‘আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়। ভগবান আমাকে একটি বারান্দা দিয়েছেন, সেখানে আমি আমার দুঃখ ও আনন্দের সময়ে যাই। কঠিন সময়ের পরে ফের বড় পর্দায় ফেরার সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকই।’

তিনি বলেন, ‘এই চার দিন গত চার বছরকে ভুলিয়ে দিয়েছে। আমি তো পেশা বদল করব বলে রান্নাবান্নাও শিখে নিয়েছিলাম! মহামারি ও লকডাউনের ছুটিতে চুটিয়ে সময় কাটিয়েছি ছেলেমেয়েদের সঙ্গে। এমনকি ‘পাঠান’ ছবির সেটেও কলাকুশলীদের নিজের হাতের রান্না খাওয়ানো হয়েছিল একবার। আমার বানানো পিৎজার প্রশংসাও করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।’

গত ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। বিশ্বব্যাপী তুমুল ব্যবসা করে চলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। মুক্তির প্রথম পাঁচ দিনে আয় ছাড়িয়েছে ৫৪২ কোটি রুপি।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়