বুধবার (৬ জুলাই) ঢাকার যেসব এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আজ বুধবার (০৬ জুলাই) কেনাকাটার জন্য কোথাও গিয়ে দেখলেন, সেখানে মার্কেট কিংবা দোকানপাট বন্ধ; তখন কাজ তো হলোই না, বরং সময় নষ্ট।
আর তাই দিনবদলবিডি.কম এর প্রিয় পাঠকবৃন্দ আজ বাইরে বের হওয়ার আগে দেখে নিন রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকান
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
বন্ধ থাকবে যেসব মার্কেট
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
দিনবদলবিডি/আরএজে