চাকায় ফাটল: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিমানযাত্রীরা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
উড্ডয়নকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশ বিমানের যাত্রীরা।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ১টা ২০ মিনিটে ওসমানী বিমানবন্দর রানওয়েতে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ৭৩৭ বোয়িং বিমান (বিজি-৬০২) ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গিয়ে উড্ডয়ন করার বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটির উড্ডয়ন স্থগিত করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
দিনবদলবিডি/এমআর