চিলিতে শতাধিক দাবানলে নিহত ২২, আহত ৫৫৪

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১৯, রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২২ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ-মধ্য চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলের ঘটনায় কমপক্ষে ২২ জন নিহতের খবর এসেছে। এসব দাবানলে আহত হয়েছেন ৫৫৪ জন। আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তোহা জানান, সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক শনিবার টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়ি-ঘর পুড়ে গেছে। কয়েকটি জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়