২৪ জুন থেকে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৬, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওইদিন সকাল থেকে ঈদযাত্রীরা বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন…

সোমবার (২০ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে সংগঠনটির কার্যালয়ে এক সভায় এ হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্য টার্মিনালগুলো থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।

ওই সভা শেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে।

টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যেকোনো দিনের যাত্রার আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে টানিয়ে দেওয়া হবে। যেন কোনো বাস কোম্পানি ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে।

কেউ অতিরিক্ত আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়