চাকরির প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রংপুরে পীরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে নিয়ে এক তরুণীকে ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমদে এ রায় ঘোষণা করেন।
রংপুরে পীরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে নিয়ে এক তরুণীকে ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমদে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি তোজাম্মেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি সিএনজিচালক জাকিরুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জুন পীরগঞ্জ উপজেলার এক তরুণীকে একই উপজেলার পাচগাছি এলাকার তোফাজ্জল ফকিরের ছেলে তোজাম্মেল হোসেন চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা এবং নীলফামারীর জলঢাকায় নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি নারী-শিশু নিযাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করা হয়।
রায়ে তোজ্জাম্মেল হোসেনকে দুটি ধারায় পৃথক পৃথক ভাবে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানার করা হয়। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডেরে আদেশ দেওয়া হয়।
রায়ে বাদী পক্ষ খুশি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. জাকিয়া আক্তার।
দিনবদলবিডি/এইচএআর