সাগরে ডুবে শিশুসহ ২২ অভিবাসীর মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩২, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

নৌকাডুবিতে তিন শিশুসহ মালির ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে লিবিয়া উপকূলে ।

মঙ্গলবার (৫ জুলাই) জাতিসংঘ ও মালির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির

মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। নয় দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

আইওএমের মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। মাসেলি আরও জানান, বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুবই দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।

তিনি বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্ভূত ক্ষুধা, সংকট, দারিদ্র্য, সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের ইউরোপে পৌঁছানোর চেষ্টাকে বাড়াতে পারে বলে উদ্বেগ রয়েছে। আর এরই মধ্যে সর্বশেষ বিপর্যয়ের ঘটনাটি সামনে এলো।

গত সপ্তাহে প্রায় দুই হাজার মানুষ উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে ২৩ জনের মৃত্যু হয়। যুদ্ধের পাশাপাশি বিশ্লেষকেরা কোভিড-১৯ মহামারির প্রভাবকেও একটি চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়