সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়
দিনবদলবিডি ডেস্ক || দিনবদলবিডি.কম
ঈদের ছুটি শেষে সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিলো। রাতভর ভ্রমণ শেষে সকাল নাগাদ ঢাকায় ভেড়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চ। ভ্রমণ নির্বিঘ্ন হওয়ায় খুশী যাত্রীরা। ছিলোনা তেমন কোনো অভিযোগ। যাত্রীদের এমন সাড়ায় খুশী লঞ্চ সংশ্লিষ্টরা।
প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার চাইতে অনেক বেশি যাত্রী। ঈদের ছুটি শেষ। এবার অফিসে যোগ দেওয়ার পালা। দক্ষিণের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা ফিরছে হাজার হাজার মানুষ। ভিড় বেশি থাকলেও লঞ্চযাত্রা ছিলো ভোগান্তিহীন, নির্বিঘ্ন। বাড়তি ভাড়া নিয়েও ছিলো না কোনো অভিযোগ।
পদ্মা সেতু চালু হওয়ায় বহু মানুষ ফিরেছেন বাসযোগে। কিন্তু দিনশেষে দক্ষিণের মানুষের জন্য সবচেয়ে স্বস্তির বাহন লঞ্চ। কোরবানির ঈদে ব্যবসা ভালো হওয়ায় খুশী লঞ্চ মালিকরা। তারা বলেন, যাত্রীচাপ থাকলেও সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা ছিলো তাদের।
বিআইডব্লিউটিএ’র তথ্যমতে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে শনিবার ভোরে ঢাকায় ভিড়েছে একশো’রও বেশি যাত্রীবাহী লঞ্চ।
দিনবদলবিডি/আরএজে