খালেদার নাইকো দুর্নীতি মামলার অভিযোগ শুনানি পেছাল
দিনবদলবিডি ডেস্ক || দিনবদলবিডি.কম
মঙ্গলবার (৫ জুলাই) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন।
আদালত সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির পরবর্তী ওই তারিখ নির্ধারণ করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
দিনবদলবিডি/আরএজে