দুদকের অনুসন্ধান
পোশাকশিল্পের আড়ালে বাংলাদেশ থেকে বছরে পাচার ৬৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক || দিনবদলবিডি.কম
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পোশাকশিল্পের আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (সোমবার) দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার জানান, কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তারা এই অর্থপাচার করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি।
দুদক সচিব বলেন, বর্তমানে দুদকের একটি অনুসন্ধান টিম এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
একইসঙ্গে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের একটি অভিযোগেরও অনুসন্ধান করছে দুদক।
ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, অনুসন্ধান টিম কর্তৃক প্রতিবেদন দাখিল করা হলে তা পর্যালোচনা করে কমিশন আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
সম্প্রতি দুদকের চাহিদার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওভার ইনভয়েসিং সংক্রান্ত কিছু তথ্য পাঠায়, যার ভিত্তিতে দুদক অনুসন্ধান টিম গঠন করে।
দিনবদলবিডি/এমআর