মডেলকে দেয়া অশ্লীল প্রস্তাব ফাঁস, ঘর ভাঙলো নেইমারের
২০২১ সালে ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় নেইমারের। দুই বছর চুটিয়ে প্রেমের পর গত অক্টোবরে কন্যা সন্তানলাভ করেন এই তারকা দম্পতি। তার এক মাসের ব্যবধানেই ছিন্ন হলো নেইমার-বিয়ানকার্দির সম্পর্ক।