সরিষাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত
জামালপুর সংবাদদাতা || দিনবদলবিডি.কম
জামালপুরের সরিষাবাড়ীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। আজ (বুধবার) সকালে সাড়ে সাতটার দিকে বাউসী সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মোটরসাইকেলের চালক সাইদুল ইসলাম (২০) ও আরোহী আকাশ মিয়া (১৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সাইদুল ও আকাশ উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুইটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
দিনবদলবিডি/কে